ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

মিরপুরের সাবেক উপকমিশনারসহ ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • আপডেট: Tuesday, December 10, 2024 - 3:24 pm

জাগোজনতা প্রতিবেদন : একজন পুলিশ সুপার (এসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। সাময়িক বরখাস্ত থাকাকালে তাঁরা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসীম উদ্দীন মোল্লাসহ ১৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ কারণে তাঁকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ৩০ অক্টোবর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গুলশান বিভাগের সাবেক এডিসি মো. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে আলাদা একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাড্ডা থানার একটি হত্যা মামলায় ১৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ কারণে সেদিন থেকে তাঁকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি রফিকুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
ডিএমপির ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাঁকে ১৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়। এ কারণে সরকারি চাকরি আইন অনুযায়ী সেদিন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার কারণ হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়, হাটহাজারী মডেল থানার একটি হত্যা মামলায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে তাঁকে আদালতে পাঠানো হয়। এ কারণে রফিকুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)–এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সঙ্গে তাঁকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।