ঢাকা | ডিসেম্বর ১২, ২০২৪ - ৭:৫১ পূর্বাহ্ন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট: Tuesday, December 10, 2024 - 1:40 pm

জাগোজনতা স্পোর্টস : টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

টসে হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। (প্রথম ওয়ানডের) একই উইকেট। আমাদের স্পিনারেরা ভালো সুযোগ পাবেন। ভালো একটি স্কোর আমাদের জন্য ভালো হবে। এই উইকেটে বোলিং করা কঠিন। তবে আমাদের ভালো বোলার আছে।’

মিরাজ জানিয়েছেন, আজকের ম্যাচে পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন আরেক পেসার শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ টস জিতে বলেছেন, ‘(উইকেটের) আর্দ্রতা এখানে বড় একটি বিষয়। (প্রথম ম্যাচে) আমরা রান তাড়ায়ও ভালো করেছি।’

হোপ জানিয়েছেন, এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মারকুইনো মিন্ডলের।