বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেক ভালো: অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন
এইচ এম সাগর, সাভার
বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেক ভালো বাইরে থেকে অনেক অপপ্রচার হয় বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.সালেহ উদ্দিন।
দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
উপদেষ্টা ড.সালেহ উদ্দিন এসময় আরও বলেন,ব্যাংক গুলোতে প্রথমত হলো ব্যাংকগুলো যখন লিকুইডুরি ক্রাইসিসে। কারণ ব্যাংকে যারা ডিপোজিট রেখেছেন টাকা, তাদেরকেতো উপেক্ষা করা যাবে না। এটাতো তাদের টাকা। টাকাতো চুরি করে নিয়ে গেছে দূর্নীতির মাধ্যমে।
অতএব ব্যাংকে সাপোর্ট দেয়ার জন্য বা একটা ব্যাংক যদি গ্রাহকদের চাহিদা দিতে না পারে ঋণ দিতে না পারে ব্যাংকের জন্য কঠিন অস্তিত্ব থাকে না তাই টাকা ছাপানো হয়েছে। তিনি বলেন, এই টাকাগুলো কিন্তু আগের টাকা ছাপানোর মত না, বড় বড় প্রকল্পে যাবে না, তাহলেতো আবার দূর্ণীতি। এটা হল সম্পূর্ণ ব্যবসা-বানিজ্যের মানুষের সাথে যাবে। এটা যে স্পেশালি প্রেশার ক্রিয়েট করে ওটার জন্য না।
এসময় অর্থ উপদেষ্টা আরও বলেন, বাইরে থেকে একটি প্রতিষ্ঠিত প্রমাণ যে মাল্টিইলেকট্ররাল ডোনারা কেন আসছে, তারাতো বুঝতে পারছে দেশে একটা ভাল কিছু হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ। হয়তো লোকের আকাঙ্খা একটু বেশি এই সরকারের কাছে। সেই আকাঙ্খাতো তিন চার মাসে পূরণ করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি। বাইরে থেকে অনেক কিছু প্রচার হয়, অপপ্রচার হয়, কিন্তু যেটা সার্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটা আসছে এবং সামনে আরো অন্যান্য পদক্ষেপ নিয়েছি।
অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভাল বলেও বলেন তিনি।