ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে: উপদেষ্টা ওয়াহিদ

  • আপডেট: Saturday, December 7, 2024 - 9:54 am

জাগোজনতা অনলাইন :জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে- রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে।

তবে তিনি এও বলেছেন, “এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কী হবে।’’

শনিবার ঢাকার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের চার দিনের সেমিনারের উদ্বোধনী পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও সৌদি আরব- এসব দেশকে উপেক্ষা করে ‘দরিদ্র দেশ’ বাংলাদেশের কি ধনী দেশ হওয়া সম্ভব? উপদেষ্টার কাছে এ প্রশ্ন করেছিলেন ব্যবসায়ী তানভির মোহাম্মদ দিপু।

জবাবে ওয়াহিদউদ্দিন বলেন, “তখন (নির্বাচিত সরকার আসার পরে) সবাই মিলে করতে পারি। তখন সবাই মিলে ভাবা যাবে- কীভাবে হতে পারে।”

পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।

ছাত্র-জনতার অভ্যুত্থ্যানে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশত্যাগ করে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হসিনা। এরপর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিালনার দায়িত্ব পায়। তারা দেশের অর্থনীতি, নির্বাচন, পুলিশ ব্যবস্থাসহ নানা অঙ্গনে সংস্কারের উদ্যোগ নিয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “অনেক বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। ব্যাংকের টাকাও বাইরে চলে গেছে। বড় বড় শিল্পগ্রুপের বিশেষ করে বেক্সিমকো গ্রুপের ব্যালেন্স শিটে অনেক টাকা দেখা যায়। কিন্তু বাস্তবে তাদের কোনো রিসোর্স নাই, টাকা নাই।”

উপদেষ্টা প্রশ্ন রাখেন, “অর্থনীতির এমন অবস্থার মধ্যে সমতাভিত্তিক সমাজ বির্নিমাণে যেতে হলে অনেক খরচ করতে হবে। এরকম অবস্থার মধ্যে তা কীভাবে সম্ভব?”

সমতা ও ন্যয়ভিত্তিক সমাজ তৈরি করতে হলে প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকদের সংগঠনও শক্তিশালী হতে হবে বলে মনে করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “সারা দেশের চর, জলাধার, হাওর ও বিল প্রভাবশালীরা দখল করে নেয়। যদি কৃষক সংগঠন শক্তিশালী হত, কাঠামোগত গণতন্ত্র থাকত, প্রান্তিক পর্যায়ে গণতন্ত্র মজবুত হত- তাহলে অনেক লাভ হতো।”

সেমিনারে মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল।

‘অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভলেপমেন্ট, এবিসিডি’ শীর্ষক এই সেমিনারের ‘দি মিডল ইনকাম ট্র্যাপ’ শীর্ষক উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।