ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:১৯ অপরাহ্ন

শিরোনাম

বেইজিংয়ের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগর নিয়ে দ্বন্দ্বে ম্যানিলার কূটনৈতিক প্রতিবাদ

  • আপডেট: Friday, December 6, 2024 - 8:52 am

জাগোজনতা ডেস্ক : চীনের বিরুদ্ধে আবারও কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ চীন সাগরে বুধবারের (৪ ডিসেম্বর) এক ঘটনায় পরদিন বৃহস্পতিবার এই পদক্ষেপ নিলো ম্যানিলা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্কারবোরো শোল ইস্যুতে বুধবার আবারও বিবাদে জড়িয়ে পড়ে চীন ও ফিলিপাইন। তারপরই এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিয়ে চলতি বছর বেইজিংয়ের বিরুদ্ধে ৬০তম বার কূটনৈতিক প্রতিবাদ জানালো ম্যানিলা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে, ২০২২ সালে প্রেসিডেন্ট ফারডিন্যান্ড মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ১৯৩তম।

স্কারবোরো শোলসহ দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ শতাংশে নিজেদের সার্বভৌমত্ব দাবি করে থাকে চীন। এই ইস্যুতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের বিবাদ রয়েছে। ফিলিপাইনসহ অন্যান্য প্রতিবেশীদের দাবি, সমুদ্রে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলেও হস্তক্ষেপ করছে চীন।

২০১৬ সালে হেগের স্থায়ী সালিশি আদালত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির কোনও আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছিল। অবশ্য এই রায় প্রত্যাখান করেছে চীন।