ঢাকা | ডিসেম্বর ৫, ২০২৪ - ১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, November 30, 2024 - 10:31 am

জাগোজনতা অনলাইন : মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস লেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে তদন্তের কাজ শুরু হয়েছে।