ঢাকা | নভেম্বর ১৪, ২০২৪ - ১০:০০ পূর্বাহ্ন

শহীদ নাফিজের বডি নেয়া সেই রিকশা যাচ্ছে গণভবনের জাদুঘরে

  • আপডেট: Thursday, November 7, 2024 - 5:54 pm

জাগো জনতা অনলাইন।। গুলিতে নিথর দেহ পড়েছিল রিকশার পাদানিতে, নিচের দিকে ঝুলেছিল মাথা। এমন একটি ছবি দেখে স্তব্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই নাফিজ বেঁচে না থাকলেও স্মৃতিপটে থাকবেন, আর স্মৃতি জাদুঘরে থাকবে তাকে বহন করা সেই রিকশাটি।

শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি আনা হয়েছে গণভবনের স্মৃতি যাদুঘরে। রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শহীদের স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হবে। এমন তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে কয়েকটি ছবি পাবলিশ করে তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পথচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনো তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।