ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ২:১০ অপরাহ্ন

একসঙ্গে চার কন্যাশিশুর জন্ম দিলেন ফারজানা

  • আপডেট: Sunday, November 3, 2024 - 7:08 pm

ইউসুফ আলী খান।। ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে ৪টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা নামের এক নারী।

শনিবার (২ অক্টোবর) ভোর ৪ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চারটি শিশুর জন্ম দেন ফারজানা। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।

চারটি কন্যা সন্তান জন্ম দেওয়া নারী ফারজানা নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ নভেম্বর রাত ১১ টার দিকে ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে গতকাল ভোর ৪ টার দিকে সিজার করা হয়। এসময় তিনি ৪ কন্যা শিশু জন্ম দেন।

ফারজানার এক নিকট আত্মীয় এর সাথে কথা হলে তিনি জানান, সে নরসিংদীতে থাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে সাবার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অপারেশনের মাধ্যমে ৪টি কন্যা সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও শিশুকন্যারা সুস্থ আছেন।

ডা. অনুরাধা কর্মকার বলেন, ‘সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ রয়েছে। চার জনই কন্যা সন্তান।তাদের মা ফারজানা বেগমও সুস্থ রয়েছেন। ‘