ঢাকা | নভেম্বর ১৪, ২০২৪ - ১০:৩৪ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 2, 2024 - 6:51 pm

জাগো জনতা অনলাইন।। একাদশ, ডিগ্রি ও স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর)  বান্দরবান শিশু একাডেমি মিলনায়তনে  এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা, জাতীয়তাবাদী ছাত্রদলের বান্দরবান পৌর শাখার সদস্য সচিব জনাব কাউসার আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বান্দরান জেলা সভাপতি লোকমান হোসাইনসহ প্রমুখ।

অতিথি এবং আলোচকবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান সাম্প্রদায়িক বৈষম্য এবং সংঘাত নিরসনে দল, মত, নির্বিশেষে ছাত্র-জনতাকে এগিয়ে আসতে হবে। শিক্ষা, চাকরি সহ সর্বক্ষেত্রে সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে সমান উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে একক সুবিধা প্রদান না করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ম্রো, বাঙালি, বম, খুমি, লুসাইসহ অন্যান্য জনগোষ্ঠীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে ছাত্র পরিষদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নবীনদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক জীবনে ভারসাম্য এবং মনোবল ধরে রাখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষিত ও উন্নত জাতি গঠনের গুরুত্ব উল্লেখ করেন। নবীনদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি ধর্মীয় জ্ঞান আহরণ এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে উদ্বুদ্ধ করেন।

আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত ১০ টি বহুনির্বাচনী প্রশ্ন ছিলো। এতে ৪জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, সহ সভাপতি মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ-সভাপতি রুমি সেন, সহ-সভাপতি জানে আলম সহ অত্র সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) নবীনদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনে সাফল্য কামনা করে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন পাহাড় তথা বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করে।