রামপুরায় চাঁদা দিতে না চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন, আহত আরেকজন
জাগো জনতা অনলাইন।। রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চাঁদাবাজদের ছুরিকাঘাতে হাসান হাওলাদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হাসান পেশায় লেগুনাচালক। ছুরিকাঘাতে নূরে আলম নামে আরেক লেগুনাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূরে আলম জানান, তিনি ও হাসান বনশ্রী থেকে মাদারটেক রুটে লেগুনা চালান। কয়েক দিন ধরে ইমন নামে এক যুবক ও তার সহযোগীরা লেগুনাস্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। তবে তারা দিতে রাজি হননি। গতকাল রাতে ওই যুবকরা রামপুরা ব্রিজের পাশে লেগুনাস্ট্যান্ডে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করলে চালকরা বাধা দেন। তখন তারা প্রথমে হাসানকে ছুরিকাঘাত করে। তিনি চাঁদাবাজদের ঠেকানোর চেষ্টা করলে তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার এসআই মাজহারুল ইসলাম জানান, ইমন নামে এক যুবক রমজান পরিবহনের কর্মীর কাছ থেকে টাকা ছিনিয়ে পালাচ্ছিল। তখন লেগুনাচালকসহ অন্যরা তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে হাসান ও নূরে আলম তাকে ধরে ফেলেন। তখন তাদের ছুরিকাঘাত করে পালায় ওই যুবক।
নিহত হাসানের বোন তানিয়া আক্তার জানান, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে তাদের বাড়ি। হাসান বর্তমানে রামপুরার কুঞ্জবন এলাকায় থাকেন। বাবার নাম আলমগীর হাওলাদার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের পেটসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।