ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রাকের বেপরোয়া গতি কেড়ে নিলো ছয়টি প্রাণ

  • আপডেট: Saturday, October 26, 2024 - 6:02 pm

জাগো জনতা অনলাইন।। নরসিংদীতে সিমেন্টবাহী ট্রাকের ‘বেপরোয়া গতি’ কারণে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইটাখোলা–মনোহরদী মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনার পর এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিবপুরের বৈলাব এলাকার আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া এলাকার সিএনজি চালক শাহিন (৩৫) মনোহরদী উপজেলার মারুফা (২৩) ও রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)।

পুলিশ জানায়, আজ দুপুরে সিবনেবি বাজার থেকে থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ইটাখোলা উদ্দেশে যাচ্ছিলো। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছাইলে মনোহরদী গাদী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি একেবারে দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতরে ডুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রীসহ ৬ জন মারা যান।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকের নীচে চাপা পড়ে।

ওসি মো. আফজাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। পরে আটক করা হয় ট্রাকচালককে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।