ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ৬:২২ অপরাহ্ন

বাংলাদেশের সংস্কারে ইউরোপের সমর্থন থাকবে, জানালেন উরসুলা ভন ডার লিয়েন

  • আপডেট: Saturday, September 28, 2024 - 6:02 am

জাগোজনতা অনলাইন : বাংলাদেশের সংস্কারে ইউরোপের সমর্থন থাকবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, ‘আমি আশ্বস্ত করতে পারি, বাংলাদেশ তার সংস্কার অভিযানে ইউরোপের সমর্থনের ওপর আস্থা রাখতে পারে।’

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় উরসুলা ভন ডার লিয়েনের। এরপর এক্স পোস্টে তিনি বাংলাদেশের পাশে থাকার কথা জানান।
এতে তিনি বলেন, গ্লোবাল গেটওয়ের আওতায় স্থিতিশীল প্রবৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও আমরা আপনাদের অংশীদার হিসেবে পাশে আছি।
তিনি বলেন, আসুন আমরা ৪০০ মিলিয়ন ইউরোর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সুবিধার সর্বোত্তম ব্যবহার করি।