ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ১১:২৩ অপরাহ্ন

বিশ্বব্যাপী সংঘাত বন্ধের আহ্বান উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিবের

  • আপডেট: Wednesday, September 25, 2024 - 12:46 pm

মো.খায়রুল আলম খান : নিউইয়র্কে এবারের ৭৯ তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান সহ বিশ্বনেতারা।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার বক্তব্যে উঠে আসে চলমান সংঘাতের কথা। গাজা-ইসরাইল ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বলে জানান গুতেরেস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।
গুতেরেসের পর বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ফিলেমন ইয়াং। তার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের মূল বিতর্ক শুরু হয়। রাষ্ট্র প্রধানদের মধ্যে প্রথমেই বক্তব্যে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য জাতিসংঘের সংস্কার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দেন জো বাইডেন। আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।ইসরাইল গাজা যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবি জানান বাইডেন।

 

এছাড়া বিভিন্ন ইস্যুতেও কথা বলেন তিনি। এদিন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল বিতর্কে বক্তব্য দেন।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক বৈঠক করেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।