ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

মেক্সিকোতে বার থেকে বের করে দেওয়ায় ফিরে এসে অগ্নিসংযোগ, নিহত ১১

  • আপডেট: Sunday, July 23, 2023 - 3:49 am

অনলাইন ডেস্ক: মেক্সিকোর একটি বার থেকে এক ব্যক্তিকে নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় বের করে দেওয়া হয়। পরে ওই ব্যক্তি বারটিতে অগ্নিসংযোগ করেন। এতে ১১ জন নিহত হয়েছে। পুলিশ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে।

রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে সাতজন পুরুষ ও চারজন নারী নিহত হন। আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসিকিউটর দপ্তর আরও জানায়, নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করায় হামলাকারীকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে ওই ব্যক্তি ফিরে আসেন এবং বারের দরজা লক্ষ্য করে মলোটভ ককটেল জাতীয় দাহ্য বস্তু নিক্ষেপ করেন।

রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীদের মধ্যে একজন মার্কিন ও মেক্সিকোর দ্বৈত নাগরিক রয়েছেন। আরেক ভুক্তভোগীর বয়স মাত্র ১৭ বছর। সূত্র: সিএনএন