ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম

ফরিদপুরে ডাকাতির সময় এক নারীসহ ৬ জন গ্রেফতার

  • আপডেট: Friday, July 21, 2023 - 6:16 am

অনলাইন ডেস্ক: ফরিদপুরে ডাকাতির ঘটনায় জড়িত এক নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

অভিযানকালে একটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, নগদ ৬৩ হাজার ৮০৮ টাকা, ১১টি মুঠোফোন, সোনা চার আনা ও রূপার ১২ আনা ওজনের স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করার হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট মহল্লায় এলাকায় অবস্থিত র‌্যাব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে র‌্যাব-৮ বরিশালের সিও লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি ফরিদপুরে চেতনানাশত ওষুধ মিশিয়ে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ডাকাতদলকে আটকের জন্য ফরিদপুর ক্যাম্প কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জানা যায়, ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় মো. মোশাররফে বাড়িতে এক ডাকাতদল ডাকাতি করছে। ওই তথ্যের ভিক্তিতে র‌্যাবের একটি দল ভোর ৪টার দিকে ওই এলাকায় গিয়ে পলায়নরত অবস্থায় এক নারীসহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেন।