বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হাসানকে বাঁচানো গেল না
নিজস্ব প্রতিবেদক।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. হাসান (৩১) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি ফলের আড়তের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন তিনি।
জানা গেছে, হাসান ভোলার লালমোহন উপজেলার রাইদা গ্রামের মো. কবির হোসেনের ছেলে। দুই সন্তানের বাবা হাসান পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের বাবা কবির বলেন, ‘আমার ছেলে যাত্রাবাড়ী ফলের আড়তে কাজ করত। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হয় হাসান। খবর পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নেই। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।