ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

সিএমপিতে পুলিশের কার্যক্রম শুরু 

  • আপডেট: Friday, August 9, 2024 - 3:08 pm
চট্টগ্রাম প্রতিনিধি।।
গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশ পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় থানা পুলিশদের উপরও সাধারণ জনগণ হামলা চালায়। অনেক থানা ও পুলিশ ফাঁড়িতে আগুনে লাগিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৪ দিন পর পুলিশ তাদের কর্মস্থলে ফিরে নতুন ভাবে কার্যক্রম শুরু করছে। তারা ঐ ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কার্যক্রম শুরু করে।
সিএমপির যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে-১) চান্দগাঁও ২) বায়েজিদ বোস্তামী ৩) খুলশী ৪) পাঁচলাইশ
৫) সদরঘাট ৬) চকবাজার ৭) বাকলিয়া ৮) পাহাড়তলী
৯) আকবরশাহ ১০) কর্ণফুলী ১১) বন্দর
আগামীকাল থেকে যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে-
১২) হালিশহর ১৩) ডবলমুরিং ১৪) কোতোয়ালী (থানা প্রাঙ্গণে)
আগামীকাল থেকে যে থানার কার্যক্রম সীমিত পরিসরে একটি ফাঁড়িতে শুরু হবে-
১৫) ইপিজেড থানা (নিউমুরিং ফাঁড়ি)
নতুন ভবন খোঁজা হচ্ছে যে থানার কার্যক্রম শুরু করার জন্য- ১৬) পতেঙ্গা থানা