ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ

  • আপডেট: Friday, August 9, 2024 - 8:11 am

জাগো জনতা অনলাইন।। 
আজ শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রথম দিন। প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

 

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ড. ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইউনূসের শ্রদ্ধা

প্রজ্ঞাপনটি থেকে জানা যায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাতেই বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন।