ঢাকা | নভেম্বর ১০, ২০২৪ - ৯:১০ পূর্বাহ্ন

আসুন, ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

  • আপডেট: Sunday, June 16, 2024 - 9:58 am

জাগোজনতা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আগামীকাল সোমবার (১৭ জুন) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর আগে আজ রোববার এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

সূত্র : বাসস