ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম মিরসরাইয়ে গরুর মাংস কেজি ৮০০!

  • আপডেট: Friday, March 22, 2024 - 5:05 am
মিরসরাই প্রতিনিধি : এ.এইচ.সেলিম।। 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরুর মাংস ৫৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হলেও চট্টগ্রামের মিরসরাই উপজেলার চিত্র ভিন্ন। এখানে প্রতিকেজি গরুর মাংস (হাড় ছাড়া) বিক্রি হচ্ছে ৯০০ টাকা। আর হাড়সহ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড়দারোগাহাট, বড়তাকিয়া, মিঠাছরা, মিরসরাই সদর, আবুতোরাব, জোরারগঞ্জ ও বারইয়ারহাট পৌর বাজারে হাড় ছাড়া প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকা করে। হাড়সহ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এতে অনেক মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে গরুর মাংস।
মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোবারক হোসেন বলেন, ‘বড়তাকিয়া বাজার থেকে ৯০০ টাকা কেজি গরুর মাংস কিনেছি। অথচ অন্যান্য স্থানে আরও কম দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা নিজেদের মতো করে মানুষের পকেট কাটছে।’
বড়দারোগাহাট বাজারে গরুর মাংস কিনতে আসা বগাচতর এলাকার নুরুস সালাম বলেন, ‘শুনছি দেশের বিভিন্ন জায়গায় গরুর মাংসের দাম কমেছে। ৬০০- ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এখানকার চিত্র ভিন্ন। এখানে ৮৫০-৯০০ টাকার নিচে মাংস নেই। রমজানেও দাম কমায়নি ব্যবসায়ীরা।’
এ বিষয়ে বড়তাকিয়া নুর হোসেন মাংস বিতানের স্বত্বাধিকারী নুর হোসেন বলেন, ‘গরুর দাম, পরিবহন খরচ, খাবারের দাম বেড়ে গেছে। বেশি দামে গরু কিনতে হচ্ছে। গরুর কেনার পর জবাইয়ের খরচ, স্টাফ খরচ, দোকান ভাড়া বেড়েছে। তাই ৯০০ টাকা করে বিক্রি না করলে পোষাবে না।’
আরেক ব্যবসায়ী নুর নবী বলেন, ‘জবাইয়ের আগে প্রতিকেজি ৬৫০ টাকা হিসেব করে আমাদের গরু কিনতে হচ্ছে। হাড় ছাড়া ৯০০ টাকা কেজি বিক্রি না করলেও আমাদের ব্যবসা ছেড়ে দিতে হবে।’
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, গরুর মাংসের একটা যৌক্তিক দাম থাকা দরকার। ঢাকার বাজারে ৬০০ টাকা আর মিরসরাইসহ চট্টগ্রামের বাজারে ৯০০ টাকা, এটা কোনো অবস্থাতেই মানা যায় না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলার বাজারগুলোতে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির বিষয়টি জানা নেই। বেশি দামে বিক্রির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।