কালবৈশাখী ঝড়ে থমকে গেছে কুতুবদিয়ার লবণ উৎপাদন
আব্বাস সিদ্দিকী ( কুতুবদিয়া)।।
কুতুবদিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে লবণ উৎপাদন। বৃহস্পতিবার চলা প্রাকৃতিক প্রতিকূল অবস্থায় কয়েক দিনের মধ্যে পরিবর্তন না হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে লবণ চাষীরা। এদিকে, উপজেলার ৬ হাজার ৭ শত ৬৭ একর লবণের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়াতে উৎপাদিত লবণ পানির সাথে মিশে গেছে। তবে, উৎপাদনে আরও দু’মাস হাতে থাকায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ রয়েছে চাষীদের।
লেমশীখালীর লবণ চাষি গিয়াস উদ্দিন, আহমেদ উল্লাহসহ অনেকেই বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে মাঠে ছড়িয়ে থাকা লবণ উঠানো সম্ভব হয়নি। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প (বিসিক) কুতুবদিয়ার লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকের হোছাইন বলেন, কালবৈশাখীর কারণে লবণ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষী লবণের মাঠের পলিথিনও তুলতে পারিনি। তবে, আবহাওয়া অনুকূলে আসলে চাষীরা পুনরায় লবণ উৎপাদনে যেতে সপ্তাহ লাগবে বলে জানান।