ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৪ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়াতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ ১০  হাজার টাকা জরিমানা

  • আপডেট: Friday, March 8, 2024 - 5:25 pm
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: 
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার  বিকাল ৩ টায়  বাঙালহালিয়া বাজার  এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করেন।
এসময়   লাইসেন্স  না থাকার  কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯  এর ৫২ ধারায় ১০ হাজার টাকা  জরিমানা এবং এই  ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেওয়া হয় ।  অভিযানের নেতৃত্ব দেন রাজস্থলী  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
 এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:  রুইহলা অং মারমা।
নির্বাহী অফিসার  বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এবং কোন ক্লিনিক,  ডায়াগনস্টিক সেন্টার  যাতে অনিয়ম করতে না পারে কঠোর নজরদারি থাকবে।