ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

গার্মেন্টস শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক সংহতির স্মারকলিপি প্রদান

  • আপডেট: Monday, February 19, 2024 - 8:24 am
চট্টগ্রাম ব্যুরো:

সি ইপিজেড এ চাকরির প্রত্যাশী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলা-নির্যাতন বন্ধের দাবিতে রবিবার ( ১৮ ফেব্রুয়ারী)  চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলা শাখা নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় উপদেষ্টা হাসান মারুফ রুমী, চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মিজানূর রহীম চৌধুরী, সদস্য সচিব মোঃ সোহাগ, জেলা সমন্বয়কারী শহীদ শিমুল, নির্বাহী সদস্য এডভোকেট শাহাদাত হোসেন মানিক আরো উপস্থিত ছিলেন ইপিজেড শাখার নেতা কলি আক্তার, তাজিনুর বেগম, লিমা বেগম, মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ অঞ্চল বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, ডলার বা বৈদেশিক মুদ্রা অর্জনেও এ শিল্প এলাকা নিরবিচ্ছিন্ন ভূমিকা পালন করে আসছে সুনামের সাথে। ফলে শ্রমিকদের কাছে সিইপিজেডে চাকরির আকর্ষণ সব সময় বেশি থাকে। একারণে  শ্রমিকদের ভিড় সবসময় লেগে থাকে। বিশেষত যখন বিভিন্ন গার্মেন্ট কারখানায় চাকরির সংকোচন চলছে, ফলে বেকার শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার সাথে মূল্যস্ফীতির চাপে জর্জরিত ও চাকরি বা কাজের ক্ষেত্রে সংকোচনের ফলে এ ভিড়ও বৃদ্ধি পাচ্ছে।

কিন্ত আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি নানান সময়ে এ রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি এমনকি শারীরিক নির্যাতন করা হচ্ছে। বিগত ৭ ও ৮  ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে চাকরি প্রত্যাশীদের উপর সিইপিজেড এর নিরাপত্তা রক্ষিতের হামলার কথা আপনার অজানা থাকার কথা নয়। এ হামলায় বেশ কজন শ্রমিক আহত হয়েছেন, অনেককে চিকিৎসাও নিতে হয়েছে। আমরা সকল হামলার তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিকার দাবি করছি। সেইসাথে শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে চাকরির সন্ধান করতে পারে তার দাবি জানাচ্ছি।

স্মারকলিপিতে শ্রমিকদের পক্ষে স্বাক্ষর করেছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মিজনূর রহীম চৌধুরী ও সদস্য সচিব মোঃ সোহাগ।