ঢাকা | নভেম্বর ২২, ২০২৪ - ৭:৩২ অপরাহ্ন

দেশ পরিচালনায় তোমাদের দায়িত্ব নিতে হবে : ফজলে করিম চৌধুরী 

  • আপডেট: Monday, February 12, 2024 - 7:08 am
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, তোমরা সূর্যসেনের এলাকার গর্বিত সন্তান। সূর্যসেন পৃথিবীতে আরেকজন নেই। দেশ পরিচালনায় তোমাদের দায়িত্ব নিতে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিত্ব হবে।  পৃথিবীর কাছে আমাদের দায়িত্ব কর্তব্য আছে, এই পৃথিবী আমাদের অনেক কিছু দিয়েছে। আগামীতে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তোমাদের হাত ধরেই নির্মিত হবে আগামীর স্মার্ট বাংলাদেশ৷  গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকালে রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাউজানে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং ‘  শীর্ষক  ৪দিনব্যাপী স্কাউটস সমাবেশ ও গার্ল গাইডস সমাবেশ ২০২৪ এর  মহা তাঁবু জলসা পর্বের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে  প্রধান স্কাউটস ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার  ও দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান বিভাগের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খাঁন।  বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,  রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম।  স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাউজান উপজেলার সাধারণ সম্পাদক রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুজ্জামানের চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ,  আবদুল কুদ্দুস। বিভিন্ন বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, স্কুল পরিচালনা পরিষদের সভাপতিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কাব ক্যাম্পুরী ও সমাবেশে চারটি ভ্যানুতে ১৭টি তাঁবুতে ১৫৫টি দিলের মধ্যে প্রতিদলে ৯জন করে ১হাজার ৩৯৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।