মিরসরাইয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে লাখ টাকা জরিমানা
মিরসরাই প্রতিনিধি : এ.এইচ. সেলিম।।
মিরসরাইয়ের উপজেলার মায়ানী ইউনিয়নের রাওয়ালীপুল নামক এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল ও মানহীন সামগ্রী ব্যাবহার করে বেকারি খাদ্যপণ্য উৎপাদন করায় বেকারি মালিককে ১ লক্ষ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর পরিদর্শক মো: জিল্লুর রহমান ও তার দল উপস্থিত ছিলেন।
অভিযানে আবুতোরাব বাজারের নিকটবর্তী রাওয়ালীপুর নামক স্থানে অবস্থিত ইসপা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামক বেকারি তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের ও অননুমোদিত কাচামাল ব্যাবহার করে বেকারি খাদ্যপণ্য উৎপাদন করতে দেখা যায়। এছাড়া ডাইং কালার খাবারে ব্যাবহার করে মুখরোচক খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এসময় 8 কোন প্রকারের লাইসেন্স কিংবা অনুমোদন দেখাতে পারেনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি কে নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়া বেকারির পোড়া তেল,ক্ষতিকারক ডাইং কালার সহ মেয়াদোত্তীর্ণ কাচামালের ধ্বংস করা হয় এবং বেকারির পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহ সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক করা হয়।