ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় পরিচয়পত্র সংশোধনে পুনর্বিবেচনার ক্ষমতা পাচ্ছেন ইসি সচিব

  • আপডেট: Sunday, June 25, 2023 - 4:24 am

অনলাইন ডেস্ক: জাতীয় পরিচয়ত্র (এনআইডি) সংক্রান্ত কোনো আবেদন বাতিল হলে তা পুনর্বিবেচনার ক্ষমতা নির্বাচন কমিশন (ইসি) সচিবকে দেওয়া হচ্ছে। এজন্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) সংশোধনের উদ্যোগ নিয়েছে এ সংক্রান্ত কমিটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ইতোমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশনাও দিয়েছেন।

জানা গেছে, চারটি ধাপের এনআইডি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হয়। উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালক এ ক্ষমতা ভোগ করেন। এক্ষেত্রে যা উপজেলা কর্মকর্তার এখতিয়ার বর্হির্ভূত তার আবেদন জেলা কর্মকর্তার কাছে যায়। তিনিও অপারগ হলে তা পাঠানো হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা কাছে। তিনি নিষ্পত্তি করতে না পারলে সর্বশেষ মহাপরিচালক সেটি নিষ্পত্তি করেন। এখন এনআইডি মহাপরিচালক কোনো আবেদন নিষ্পত্তি না করতে পারলে বা নিষ্পত্তি করে দিলেও সেটি পুনর্বিবেচনার কর্তৃত্ব পাচ্ছেন ইসি সচিব। অর্থাৎ কারও আবেদন বাতিল হয়ে গেলে সেটি আবার পুনর্বিবেচনা করতে পারবেন সচিব।
এদিকে এনআইডির আবেদনগুলো গুরুত্ব বিবেচনায় ভাগ করার জন্য বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানোর কাজটি করে থাকেন নির্বাচন ভবনের নির্দিষ্ট কর্মকর্তা। এখন তাদের পাশাপাশি এ দায়িত্ব দেওয়া হচ্ছে ২০ জন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকেও।