ঢাকা | অক্টোবর ২০, ২০২৪ - ২:০৩ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে পর্যটকের মোবাইল ও অর্থ ছিনাতইঃ সেনা বাহিনীর অভিযানে আটক ১

  • আপডেট: Sunday, January 14, 2024 - 3:02 pm

মোঃ হাবীব আজম, রাঙামাটিঃ

রাঙামাটি জেলার ফরমোন পাহাড়টি ভ্রমনপিয়াসু পর্যটকগণের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু পাহাড়ি সন্ত্রাসীগন পর্যটকগদের এই আগমনের সুযোগ নিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে।

আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে ১৬ জন পর্যটকের টিবিমনপাড়া এলাকায় থেকে মোবাইল এবং মানিব্যাগ কেড়ে নেয় পাহাড়ী একদল সন্ত্রাসী।

এ ঘটনার পরপরই রাঙামাটি জোনের সেনাসদস্যরা সন্ত্রাসী এ দলটিকে চিহ্নিত ও গ্রেপ্তার করার অভিযানের নামে। ভুক্তভোগী পর্যটকদের সাথে কথা বলে এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেনা সদস্যরা সন্দেহভাজন কতিপয় ব্যক্তিকে আটক করতে সমর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগী পর্যটকগণ উক্ত সন্দেহভাজন ব্যক্তিবর্গ হতে মন্টু চাকমা, পিতা: পাইঅংশী চাকমা নামে একজন সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়।

পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর উক্ত ইপিডিএফ সমর্থিত সন্ত্রাসী কে কাউখালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।