ঢাকা | নভেম্বর ২২, ২০২৪ - ৮:৪১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে সালাউদ্দিনের প্রার্থীতা বাতিল, লাখ টাকা জরিমানা 

  • আপডেট: Monday, January 1, 2024 - 1:17 pm
এম,ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি।।চট্টগ্রাম  ৪ আসনের সীতাকুণ্ডে সরকারি চাকরির তথ্য গোপন করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায়  স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাউদ্দিনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
শুধু তাই নয় একইসাথে আদালত এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ।
রোববার (৩১ ডিসেম্বর)মাননীয়  চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
তথ্যগোপন করে আদালতের সাথে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালত সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়ে নির্বাচন করছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদে  মোঃ সালাউদ্দিন ।  নির্বাচনী প্রক্রিয়ায় হলফনামায় তিনি নিজেকে একজন ফার্মেসি ব্যবসায়ী দাবি করেন। কিন্তু তিনি যে সরকারি চাকরিজীবী সে তথ্য গোপন করেন।
এরপরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ১ শতাংশ ভোটারের সাক্ষর জমা দিলে তাতেও অনিয়ম পেয়ে তা বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে তিনি আদালতে গিয়ে তার প্রার্থীতা ও প্রতীক বরাদ্দ পান।
কিন্তু আদালতেও তিনি নিজেকে ব্যবসায়ী দাবি করেন। এদিকে সম্প্রতি সরকারি চাকরির তথ্য গোপন করে তিনি যে প্রার্থী হয়েছেন সে তথ্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা আদালতের দৃষ্টিগোচর হয়। ফলে ৩১ ডিসেম্বর (রবিবার) তার প্রার্থীতা বাতিল এবং আদালতকে মিথ্যা তথ্য দেয়ায় ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
আগামী ৭ দিনের মধ্যে জরিমানার টাকা সুপ্রীম কোর্টের ডে কেয়ার সেন্টারে জমা দিতে হবে মোঃ সালাউদ্দিনকে।
তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে নির্দেশও দেন আদালত।
এ বিষয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাউদ্দিনের প্রার্থীতা বাতিল হয়েছে  শুনেছি। তবে আমি লিখিতভাবে আদেশ পাইনি এখনো। সে কারণে তেমন মন্তব্য করতেও চাই না আমি।
এদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, উক্ত হাসপাতালে স্বাস্থ্য সহকারী মোঃ সালাউদ্দিন সরকারি চাকরি থেকে অব্যাহতি না নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ায় চাকরির শর্ত লংঘিত হয়েছে তাঁর।