ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে রুমা সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ 

  • আপডেট: Sunday, December 17, 2023 - 3:32 pm

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় রুমা উপজেলার ৪নং গ্যালেংগা ইউনিয়নের পান্তলা পাড়ায় ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় পান্তলা প্রাথমিক বিদ্যালয়ে এর সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি অসহায়দের মাঝে সুচিকিৎসার জন্য, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন, পিএসসি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রুমা উপজেলার জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন, পিএসসি পাড়াবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।