ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৫ অপরাহ্ন

বিজয় দিবসে রাঙামাটিতে পিসিসিপি’র শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

  • আপডেট: Saturday, December 16, 2023 - 8:40 am

রাঙামাটি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর কমিটির উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় রাঙামাটি শহরের বনরূপায় আমার বাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠান পিসিসিপি রাঙামাটি পৌর কমিটির সভাপতি পারভেজ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলা অর্থ সম্পাদক ইফতেখার শওকত, পৌর কমিটির সহ-সভাপতি মো. রিয়াজ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্মরণাতিতকাল যাবত বসবাসরত বাঙালি জনগোষ্ঠী শিক্ষাক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছে। আবহমানকাল ধরে বাঙালিদের প্রতি উদাসীনতা, আঞ্চলিক রাজনৈতিক দলের বৈরীতা, চরম শিক্ষা বৈষম্য, অসহনীয় দারিদ্রতার কষাঘাতে জর্জরিত বাঙালিরা উঠে আসতে পারছে না। অপরদিকে শিক্ষা সম্প্রসারণে সকল সুযোগ সুবিধা ভোগ করছে উপজাতীয়রা। তাদের জন্য কোটা ব্যবস্থা চালু আছে এবং চাকুরী কর্মসংস্থান সৃষ্টির সকল পথ উন্মুক্ত করা হয়েছে। ফলে সব দিক থেকে উঠে আসছে শুধুমাত্র উপজাতীয়রা। মূল স্রোতধারার অধিবাসীদের পেছনে ফেলে বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের অভিবাসী উপজাতীয় জনগোষ্ঠীর এরূপ এগিয়ে যাওয়ার নজীর বিশ্বে বিরল। তাই পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ সুবিধা ও সাংবিধানিক অধিকার দেওয়ার দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে, বিজয় দিবস উপলক্ষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে তিন ক্যাটাগরীতে প্রথম,দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে, বিজয় দিবস উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।