ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১০:৫৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে নারী উদ্যােক্তাদের গ্রাসরুটস বিজয় মেলা চলছে

  • আপডেট: Saturday, December 16, 2023 - 4:39 am

মোবারক হোসেন, খাগড়াছড়ি : এই প্রথমবারের মতো খাগড়াছড়ি জেলা সদর মহাজন পাড়া সূর্য শিখা ক্লাবে উদ্বোধন হলো পাহাড়ি -বাঙালি সম্মিলিত “নারী উদ্যােক্তাদের গ্রাসরুটস বিজয় মেলা”। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম। এবি ব্যাংক পিএলসি, গ্রাসরুটস মেডিক্যাল ট্যুরিজম, চৌধুরী ব্যাম্বো ডাইন, হেল্হ কেয়ার হাসপাতাল এর সহযোগিতায় “নারী উদ্যােক্তাদের গ্রাসরুটস বিজয় মেলা” শুরু হয়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) খাগড়াছড়ি জেলার সভাপতি রেখনা খীসা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমি বড়ুয়া’র সঞ্চালনায় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স চেয়ারম্যান সুদর্শন দত্ত, আই এফ আই সি ব্যাংক ব্যবস্হাপক মো: মনির হোসেন, খাগড়াছড়ি জেলা সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হোসেন, ৪ নং ওয়ার্ড পৌর কমিশনার বাচ্চুমনি চাকমা, হেলথ কেয়ার হসপিটাল পরিচালক চন্দন কুমার দে, চৌধুরী বেম্বো ডাইন রেস্টুরেন্ট পরিচালক সুইচিং থুই মারমা। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) নিপুণ ত্রিপুরা, আরও বক্তব্য রাখেন লিমা আক্তার, সুজা খীাসা, ফারজানা ইয়াসমিন প্রমুখ।
১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপি মেলা কার্যক্রম চললেও পরবর্তী আরও তিনদিন ব্যাপি এ মেলা চলবে বলে আয়োজক কমিটি জানান।