ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

গাইবান্ধায় স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য ক্রীড়া র‌্যালি ও সমাবেশ

  • আপডেট: Wednesday, December 13, 2023 - 4:30 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল।। 

 মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে জেলা, বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জেলা, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের যৌথ আয়োজনে বুধবার গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরে বর্ণাঢ্য ক্রীড়া র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দেশের ৬৪ জেলায় একযোগে এই র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ স¤পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য রেজাউন্নবী রাজু, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বেনজীর আহমেদ, মাসুদুল হক মাসুদ, রমজান আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান জুয়েল, সদস্য বাপি দাস, খান মোঃ সাঈদ হোসেন জসীম প্রমুখ। র‌্যালিতে তিন শতাধিক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Proudly Designed by: Softs Cloud