আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা প্রচার সেক্রেটারি মো. আমান উল্লাহর সাক্ষরিত লিখিত বক্তব্যে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বোরহানউদ্দিন ও দৌলতখানসহ ভোলা-২ আসনের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত ও ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। বিশেষ করে আজ শনিবার সকাল ৮টার দিকে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র প্রচারণাকালে বিএনপি কর্মীদের দ্বারা অতর্কিত হামলার অভিযোগ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, হামলায় জামায়াতের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে নারীকর্মীদের প্রচারণায় বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়, যা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
জামায়াত নেতারা দাবি করেন, কিছু রাজনৈতিক পক্ষ নিজেরাই হামলা চালিয়ে নাটক সাজিয়ে দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন। অবিলম্বে ভোলা-২ আসনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মো. মাকসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি আবুল কালাম, বোরহানউদ্দিন পৌর জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।