ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

গবেষণা ও উদ্ভাবনে দেশ এগিয়ে নিতে রাবিপ্রবিতে সেমিনার

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:54 pm

রাঙামাটি প্রতিনিধি।
দেশের অর্থনীতি শক্তিশালী করতে গবেষণা ও নতুন উদ্ভাবনের কোনো বিকল্প নেই—এই লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা অংশ নেন। এতে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরি এবং তা দেশের উন্নয়নে ব্যবহার করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। নিজের মেধা দিয়ে কিছু তৈরি করতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।
সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান। তিনি বলেন, গবেষণার ফল যদি সঠিকভাবে সংরক্ষণ ও কাজে লাগানো যায়, তাহলে তা থেকে নতুন উদ্যোগ গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আলোচনায় বলা হয়, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়, গবেষক ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আইকিউএসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
সেমিনার শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণায় আগ্রহী করে তুলবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।