জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজস্থলীতে বিজিবির ভোটকেন্দ্র পরিদর্শন
রাজস্থলী প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ৪১ বিজিবি ওয়াগ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি দল আজ সকালে রাজস্থলী উপজেলার ৮টি ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করে। এসময় তারা কেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কাপ্তাই ওয়াগ্গা ছড়া ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষাসহ পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।











