বাঘাইছড়িতে আস্থা-ইয়ুথগ্রুপের সর্বশেষ ত্রৈমাসিক সমন্বয় সভা
বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পরিষদ বিশ্রামাগারের অভ্যর্থনা কক্ষে বাঘাইছড়ি আস্থা-ইয়ুথগ্রুপের সর্বশেষ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি আস্থা-ইয়ুথগ্রুপের আহ্বায়ক দ্যুতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাঘাইছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি নিক্সন চাকমাসহ সিএসও, সংবাদকর্মী ও বাঘাইছড়ি আস্থা-ইয়ুথগ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা বলেন, আস্থা প্রকল্পটি যুব ক্ষমতায়নের উদ্দেশ্যে মূলত ৩টি লক্ষ্য নিয়ে বাস্তবায়িত হয়ে আসছে। যেগুলো হচ্ছে— তৃণমূল পর্যায়ে একটি সহনশীল, সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে যুবদের সম্পৃক্ত করা, যুবদের সঙ্গে প্রবীণদের মেলবন্ধন তৈরি করা এবং সরকারের ২০১৭ সালের যুব নীতির আলোকে যুবদের দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণের উদ্যোগ গ্রহণ করা।
২০২৩ সালে প্রকল্পটি শুরু হয়। চলতি বছরের এপ্রিলে প্রকল্পটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।











