ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৯:৪১ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ

  • আপডেট: Monday, January 26, 2026 - 7:03 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকার অবৈধ গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি জোন।
আজ সোমবার ২৬ জানুয়ারি মারিশ্যা জোন ২৭ বিজিবি’র পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জানুয়ারি ২০২৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে, জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ১x বি টাইপ টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন রাঙ্গাদুরছড়ি এলাকায় একটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৩৪৮.১৬ ঘনফুট এবং গামারী কাঠ ৮৮.৮৮ ঘনফুট, সর্বমোট ৪৩৭.০৪ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কাঠের মালিক কোনো বৈধ কাগজপত্র জোন সদরে উপস্থাপন করতে পারেননি। উক্ত অবৈধ আটককৃত কাঠের সিজার মূল্য ১৭,৫৪,৮৪০/- টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।