বরকলে বিজিবি জোনের অভিযানে অবৈধ সেগুন গোলকাঠ আটক
বরকল প্রতিনিধি।
ছোট হরিণা (১২ বিজিবি জোন) অভিযান চালিয়ে অবৈধ সেগুন গোলকাঠ আটক করেছে।
২৩ জানুয়ারি আনুমানিক ভোর ৫.০০টায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর একটি টহলদল ছোটহরিণা বাজার ঘাট এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ছোটহরিণা বাজার ঘাট এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৭ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে। আটককৃত সেগুন গোলকাঠের আনুমানিক মূল্য ১,৮৯,৯৭৪ টাকা।
বারো বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে বারো বিজিবি সবসময় সতর্ক রয়েছে। বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।











