ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

প্রার্থীদের অনুপস্থিতিতে কুতুবদিয়ায় প্রচারণা শুরু

  • আপডেট: Thursday, January 22, 2026 - 8:22 pm

 

এআর আব্বাস সিদ্দিকী (কুতুবদিয়া) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুতুবদিয়ায় প্রথম দিনেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) কুতুবদিয়ায় প্রার্থীদের অনুপস্থিতিতে সরব হয়ে ওঠে নির্বাচনী মাঠ। এ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ মহেশখালীর মাতারবাড়ী ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একই উপজেলার শাপলাপুর ইউনিয়ন এবং মহেশখালীর আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া মাদ্রাসায় কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের কক্সবাজার শিক্ষক ফোরামের সভাপতি ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা জিয়াউল হকও প্রচারণা শুরু করেন।

এছাড়াও কুতুবদিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেননি গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস. এম. রোকনুজ্জামান খান ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল করিম। তবে, শুক্রবার কুতুব শরীফ দরবার জিয়ারতের মাধ্যমে মাহমুদুল করিম নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল মোস্তফা।

এদিকে, মহেশখালী ও কুতুবদিয়া—দুটি উপজেলা নিয়ে কক্সবাজার-২ আসন গঠিত হলেও প্রথম দিনেই প্রার্থীদের অনুপস্থিতিতে কুতুবদিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। তবে, টেকসই বেড়িবাঁধ, চাষীদের ন্যায্যমূল্য, জেলেদের নিরাপত্তাসহ জেটিঘাট পারাপারের যাত্রী হয়রানির স্থায়ী সমাধানের নেতৃত্বদানকারী ব্যক্তিকে ভোট দেওয়ার কথা ভাবছেন কুতুবদিয়ার ভোটাররা।