মহালছড়িতে ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ ২০২৬-এর উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬। বাংলাদেশ স্কাউটস, মহালছড়ি উপজেলার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩:৩০ টায় মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি থানার এসআই মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এডিন চাকমা, সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, স্কাউট শিক্ষক ও কাব লিডারগণ। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ জয়নাল আবেদীন (সহকারী শিক্ষক), উপকমিশনার আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিভাগ, বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম অঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব স্কাউট ও স্কাউট আন্দোলনের মাধ্যমে আগামীর প্রজন্ম দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে স্কাউট আন্দোলন বিস্তারে এই ধরনের ক্যাম্পুরী ও সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কাব স্কাউট ও স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
সমাবেশে মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১টি সরকারি কলেজ, ১০টি উচ্চ বিদ্যালয়, ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। কয়েকদিনব্যাপী এই সমাবেশে ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধুলা ও স্কাউটিং বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











