ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

সংবাদপত্র ও সাংবাদিকদের মানোন্নয়নে পিআইবির ভূমিকা প্রশংসনীয়

  • আপডেট: Thursday, January 22, 2026 - 7:31 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শহরের জেলা পরিষদ মিলনায়তন ও জেলা ইপিআই স্টোর হলরুমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের কার্যক্রম শেষ হয়।
প্রশিক্ষণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, সরকার ও প্রশাসন, অনুসন্ধানী সাংবাদিকতা, ভোটার ও নির্বাচন কমিশনের কার্যাবলি, দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। এছাড়া নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা, ভোটকেন্দ্র, মনোনয়ন, হলফনামা, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও সংশ্লিষ্ট সংস্কার, প্রার্থীর আচরণবিধি ২০২৫ এবং নির্বাচন রিপোর্টিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুই দিনের প্রশিক্ষণে উভয় ব্যাচে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও মতামত লেখক খাজা মাঈন উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক ও মিডিয়া স্পেশালিস্ট শারমীন রিনভী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান। তিনি বলেন, কক্সবাজার সাংবাদিকতার জন্য একটি উর্বর ক্ষেত্র। এখানে সাংবাদিকতা চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি হয়। প্রশিক্ষণ সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে এলাকার সুনাম বৃদ্ধি করা সম্ভব।
তিনি আরও বলেন, পিআইবি প্রত্যন্ত এলাকার সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ সহায়তা করছে। কাজের ক্ষেত্রে ছোটখাটো ভুলকে অযথা বড় করে দেখালে উন্নয়ন ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, পুলিশ প্রশাসন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।
সনদ বিতরণ অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক সাহানোয়ার সাঈদ শাহীন, প্রশিক্ষকবৃন্দ, কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১০০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক হাসানুর রশিদ, মোহাম্মদ হাসিম, এস. এম. জাফর, এম. আর. মাহবুব, হুমায়ুন শিকদার, ছৈয়দ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।