উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বাঘাইছড়ি প্রতিনিধি।
বাঘাইছড়ি পৌরসভার উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন ও গণভোটে অবহিতকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমেনা মারজান।
এ সময় উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত লিফলেট ও নির্দেশিকা উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।











