ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 1:21 pm

ডেস্ক রিপোর্ট।। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন জানিয়েছে পিসিবি।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্যান্য সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। বিষয়টি বিশ্বকাপ ঘিরে চলমান জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ নিয়ে আলোচনার জন্য বুধবার একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি। তবে পিসিবির চিঠির পরিপ্রেক্ষিতেই এই সভা আহ্বান করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পিসিবির চিঠি পাঠানোর সময় নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও, আইসিসির অবস্থান যে এতে বদলাচ্ছে না তা মোটামুটি স্পষ্ট। এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেট সংস্থাটি জানিয়ে এসেছে, নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার বিষয়েও তারা সম্মত নয়।

গত সপ্তাহে বিসিবির সঙ্গে হওয়া আলোচনাতেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি শুরু থেকেই ভারতে গিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এই ইস্যুতে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষটি হয়েছিল ঢাকায়। তবে কোনো পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি।

আইসিসির বক্তব্য নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট আয়োজন হবে। বিসিবির দাবি বর্তমান পরিস্থিতিতে দলকে ভারতে পাঠানো সম্ভব নয়।

২১ জানুয়ারিকে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে ধরা হলেও, এই অচলাবস্থার মধ্যে হঠাৎ পিসিবির সম্পৃক্ততা নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে। গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, বিকল্প হিসেবে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি। এমনকি আরও চাঞ্চল্যকরভাবে শোনা যায়, বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও ভাবছে।

তবে এসব বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পিসিবি।
এই সংকটের সূত্রপাত ঘটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সিদ্ধান্তকে ঘিরে। আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে দলে রাখতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে না রাখার নির্দেশ দেওয়া হয়। সিদ্ধান্তটির সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিলেও দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন বিষয়টি আলোচনায় আসে। এরপরই বাংলাদেশ সরকার জানিয়ে দেয় জাতীয় দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না।

পরবর্তীতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন খেলোয়াড়দের বয়কট এবং বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ, আইসিসি ও পিসিবিকে ঘিরে তৈরি হওয়া এই টানাপোড়েন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।