বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক।
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাসেল মাহমুদের উদ্যোগে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদের সহযোগিতায় তীব্র শীতকে কেন্দ্র করে লংগদু উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে লংগদু উপজেলার সোনাই ৩ নম্বর ব্লকের বাসিন্দারা জানান, দুর্গম এলাকা হওয়ায় এবং জেলা ও উপজেলা সদর থেকে দূরে অবস্থানের কারণে সাধারণত এ ধরনের মানবিক সহায়তা সেখানে পৌঁছায় না। প্রচণ্ড শীতের মধ্যেও তারা দীর্ঘদিন অবহেলিত থাকেন। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা রাসেল মাহমুদ ও মিনহাজ মুরশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মিজান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।











