ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৯:২৫ অপরাহ্ন

শিরোনাম

বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

  • আপডেট: Monday, January 19, 2026 - 6:08 pm

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় মারা গেছেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম।

 

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের একতারা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকাল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

এদিকে মাওলানা আবুল হাশেমের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন জামায়াত আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’