ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

বরকলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, January 19, 2026 - 5:00 pm

বরকল (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির বরকল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলার ফালিটাঙ্গ্যাচুগ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। সভায় ৪৫ ও ১২ বিজিবির প্রতিনিধি, বরকল থানার প্রতিনিধি, আনসার ও ভিডিপি সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল ইসলাম, ৪নং ভূষণছড়া ইউনিয়নের প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া সভায় অংশ নেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. রুস্তুম, সুভোলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বড়হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা।
সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বাচনকে কেন্দ্র করে কিছু এলাকায় চুরি, ছিনতাই ও অবৈধভাবে বাংলাদেশি পণ্য পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত সদস্যরা বরকল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।