মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
হাবিবুর রহমান, ঝিনাইদহ।। মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মাধবখালী বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ৭১/৯-এস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় মো. শরীফের ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ফেন্সিডিল, ৪৫ বোতল উইন সিরেডক্স কাফ সিরাপ এবং ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কুসুমপুর বিওপি’র নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে নিয়মিত টহল দল মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগানের নিকট থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি নারীকে আটক করে। আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।











