ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৮:১৬ অপরাহ্ন

শিরোনাম

লামায় আকস্মিক পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার

  • আপডেট: Sunday, January 18, 2026 - 3:06 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।

লামা পৌর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে আকস্মিক পরিদর্শন করেছেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি লামা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার বলেন, লামা পৌর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। চুরি ও ডাকাতি রোধে ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানভিত্তিক পাহাদার নিয়োগ দিতে পারেন। পাহাদারদের মধ্যে সমন্বয়ের জন্য বাঁশির শব্দ ও পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, পৌর শহরসহ লামা উপজেলার কোথাও কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

পরিদর্শনকালে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন লামা পৌর শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সর্দার, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান কামালসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

এর আগে পুলিশ সুপার লামা থানা পরিদর্শন করেন। সেখানে কর্মরত সকল অফিসার, ফোর্স এবং ডিএসবি ও লামা জোনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন উপদেশ প্রদান করেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়াও তিনি গজালিয়া ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

বান্দরবান জেলা পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।