কাপ্তাইয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে। একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার দুটি করে ভোট প্রয়োগ করবেন। অন্যান্য বারের চেয়ে এ বছর ভোট হবে উৎসবমুখর পরিবেশে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাদ্দেক মেহদী ইমাম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, নির্বাচন অফিসার মিতা পারিয়াল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজা হেডম্যান অরুন তালুকদার, সাংবাদিক কাজী মোশারফ হোসেন এবং সাংবাদিক মাহফুজ আলম।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিওকর্মীসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











