রাষ্ট্র কখনো শহীদদের ভুলে যেতে পারে না: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক।। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, রাষ্ট্র কখনো তাদের ভুলে যেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
এ সময় গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের কথা এবং আকুতি শুনে তিনি অশ্রুসজল হন।
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারও প্রিয় মুখ।
আপনাদের আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যেন বৃথা না যায়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের ভেতর গণতান্ত্রিক রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অনেক অনেক দায়-দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনো আপনাদের ভুলে যেতে পারে না।”
সকল শহীদের আত্মত্যাগকে জনমতে সম্মোহিত রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা থাকার কারণে এই মুহূর্তে সেগুলো সম্ভব হচ্ছে না।
এ সময় প্রজন্মের পর প্রজন্ম যেন এই শহীদদের আত্মত্যাগকে মনে রাখতে পারে সেজন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারলে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা শহীদদের নামে নামকরণ করা হবে বলে ঘোষণা দেন তারেক রহমান।











